সঠিক উত্তর হচ্ছে: জাকার্তা
ব্যাখ্যা: মিয়ানমারের সংকট নিরসনে আসিয়ানের শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্যেগ নেয় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। এ সম্মেলনে যোগদানের মধ্যে দিয়ে অভ্যুত্থানের পর প্রথমবারের মত বিদেশ সফর করেন মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল Min Aung Hlaing. এতে ৫ টি সমোঝতা হয়েছে দু পক্ষের মধ্যে। [তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]