তিনিই বাংলাদেশের একমাত্র ক্যাপ্টেন যিনি দলকে জয়ের জন্য প্রস্তুত করে দিয়ে নিরবে ক্যাপ্টেন্সি থেকে সরে গিয়েছেন। প্রত্যেকে ক্যাপ্টেন্সি থেকে সরে গিয়েছেন দলের ভরাডুবির জন্য কিন্তু সেখানে সাকিব অনন্য। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো সাকিব যখন ক্যাপ্টেন্সির দায়িত্ব নেয় তখন ওই পার্টি কুলার ফরম্যাট এ বাংলাদেশের ভরাডুবি চলমান ছিল। সেখান থেকে দলকে কিভাবে তুলে আনতে হয় সেটা সাকিব ছাড়া কেউ জানে না। সবাই দেখবে ক্যাপ্টেন হিসেবে সাকিবের উইন রেট কম বাট কেউ দেখবে যে কখন সাকিব ক্যাপ্টেন্সির ভার কাঁধে তুলে নিয়েছিলো। হ্যা এরকম সাহস কোনো কলিজা ওয়ালা খান সাহেবের ছিলো না যিনি কিনা আফগানিস্তানের সাথে হারার পর ই সিরিজের মাঝে থেকে অবসর নিয়ে নেয়।
Unreal legacy
এরকম ক্যাপ্টেন্সি সবার স্বপ্ন❤️
ধন্যবাদ ক্যাপ্টেন ❤
আপনি যখন সরে গেলেন কোনো বিতর্ক হয়নি, অধিনায়ক হিসেবে যখন শেষ ম্যাচগুলো খেলেছেন একবারও দেশকে হারতে দেননি। দু’বার তো নিজেই হয়েছেন ম্যাচসেরা। তার মধ্যে একটা ছিলো ওয়ার্ল্ড কাপে। নিশ্চিত ভাবেই পরবর্তী প্রজন্ম এসব গল্প শুনতে ভালোবাসবে।