সঠিক উত্তর হচ্ছে: সিরাজুল ইসলাম চৌধুরী
ব্যাখ্যা: \'স্বাধীনতা ও সংস্কৃতি\' প্রবন্ধের রচয়িতা- সিরাজুল ইসলাম চৌধুরী। তাঁর প্রবন্ধ গবেষণাসমূহ- আম্বেষণ, দ্বিতীয় ভুবন, নিরাশ্রয় গৃহী, আরণ্যক দৃশ্যাবলী, অনতিক্রান্ত বৃত্ত, আমার পিতার মুখ, স্বাধীনতা ও সংস্কৃতি, স্বাধীনতার স্পৃহা, সাম্যের ভয়, বৃত্তের ভাঙা-গড়া, নেতা, জনতা ও রাজনীতি, উদ্যানে এবং উদ্যানের বাইরে, গণতন্ত্রের অমসৃণ পথ, দ্বন্দ্বের মেরুকরণ, গণতন্ত্রের সন্ধানে, \'জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি\'। তাঁর রচিত ছোটগল্প- ভালো মানুষের জগৎ, দরজাটা খোলো। তাঁর রচিত উপন্যাস - শেষ নেই, কণার অনিশ্চিত যাত্রা, বাবুলের বেড়ে-ওঠা।