সঠিক উত্তর হচ্ছে: রংপুর
ব্যাখ্যা: বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত হলো ভাওয়াইয়া। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, কুচবিহার প্রভৃতি জেলায় ভাওয়াইয়া লোকসংগীত প্রচলিত।
ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমেদ।
ভাটিয়ালি, জারি, সারি প্রভৃতি ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের বিখ্যাত লোকসংগীত।
(সূত্রঃ বাংলাপিডিয়া)