সঠিক উত্তর হচ্ছে: গ্রেটা থানবার্গ
ব্যাখ্যা: টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার-2019’ নির্বাচিত হয়েছেন ____________ গ্রেটা থানবার্গ।\r\n\r\n? FridaysforFuture একটি পরিবেশবাদী আন্দোলন। এই আন্দোলনের সূচনা হয় সুইডেন থেকে। আন্দোলনের নেতৃত্ব দেন—১৬ বছর বয়সী স্কুল ছাত্রী ‘গ্রেটা থানবার্গ’। \r\n\r\n? গ্রেটার জন্ম— ২০০৩ সালে সুইডেনে। উপাধি দেয়া হয়— পৃথিবীর কন্যা। \r\n\r\n? সুইডিশ পার্লামেন্টের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান— ২০১৮ সালে। প্ল্যাকার্ডে লেখা ছিল— জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট। \r\n\r\n? যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন কর্তৃক ‘পারসন অব দ্য ইয়ার ২০১৯’ পদকে ভূষিত হন।\r\n\r\n? নিউইয়র্কে পরিবেশ সম্মেলনে যোগ দিতে পাড়ি দিয়েছিলেন— আটলান্টিক মহাসাগর। সেই সমুদ্রযাত্রাকে বলা হয়েছিল— ‘Carbon Neutral Transatlantic Crossing’.\r\n\r\n? নিউইয়র্ক ক্লাইমেট শীর্ষ সম্মেলনে বলেন— ‘You have stolen my dreams, and my childhood with your empty words’ (তোমরা ফাঁকা ভাষণ দিয়ে আমাদের শৈশবের সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দাও)।\r\n\r\n? সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গকে ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় যা ‘অল্টারনেটিভ নোবেল প্রাইজ’ নামে পরিচিত। তবে গ্রেটা থানবার্গ আলোচিত এ পুরস্কার প্রত্যাখ্যান করেন। \r\n\r\n? গ্রেটার নামে নতুন সন্ধান পাওয়া একটি শামুকের প্রজাতির নামকরণ করা হয়েছে— Craspedotropis gretathunbergae\r\n\r\n? গ্রেটা থানবার্গের অনুপ্রেরণায় ২২ বছর বয়সী হিলডা এফ নাকাবুয়ে উগান্ডায় ‘FridaysforFuture’ আন্দোলন শুরু করেন। তিনি ‘গ্রিন আফ্রিকা ক্যাম্পেইন’-এর একজন ‘গ্রিন গার্ল অ্যাম্বাসেডর’। \r\n\r\n? ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান পরিবেশবাদী রায়ান ক্রিস্টিন ম্যাক্সিমো ফ্রাঙ্কা প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে গিয়ে আমাজনকে বাঁচানোর উদ্যোগ নেন। বলসোনারে সরকার যেখানে জনসমর্থনের জন্য আমাজন বন থেকে গাছ কাটা এবং কাঠের ব্যবসার বৈধতা দিয়েছে, সেখানে ফ্রাঙ্কা বলেছেন, এর ফলে কেবল ব্রাজিল নয়, বিশ্বের বাস্তুসংস্থান নষ্ট হচ্ছে।