নিচের অপশন গুলা দেখুন
- ঘৃণা
- বিরক্তি
- অবজ্ঞা
- লজ্জা
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন- ছি ছি, মরি মরি, শুধু শুধু, উঃ ইত্যাদি। ছি ছি, তুমি এত নীচ\'- বাক্যটির মাধ্যমে মূলত ঘৃণা প্রকাশ পেয়েছে। উল্লেখ্য, প্রদত্ত বাক্যে\r\n\r\n‘ছি ছি’ অব্যয়কে উহ্য রাখা হয়েছে।