নিচের অপশন গুলা দেখুন
- সরল
- যৌগিক
- জটিল
- খন্ড
জটিল বা মিশ্র বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। \r\n জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় হল অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, আবার যদি- তবু, অথচ- তথাপি- এ রকম কিছু শব্দ থাকে তখন তাকে জটিল বাক্য বলা যেতে পারে। \r\nউদাহরণঃ\r\n\r\n১। যত পড়বে তত শিখবে ।\r\n২। যদি সে আসে তবে আমি যাব।