পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,371 কিলোমিটার।
তবে, পৃথিবী পুরোপুরি গোলাকার নয়, এটি একটি উপবৃত্তাকার গোলক।
* নিরক্ষীয় ব্যাসার্ধ: নিরক্ষরেখায় পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব 6,378 কিলোমিটার।
* মেরু ব্যাসার্ধ: মেরুতে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব 6,357 কিলোমিটার।
উল্লেখ্য:
* পৃথিবীর ব্যাসার্ধ বিভিন্ন উৎসে সামান্য ভিন্ন হতে পারে।
* আন্তর্জাতিক ভূগণিত ও ভূপদার্থবিজ্ঞান জোট (IUGG) তিনটি গ্লোবাল গড় ব্যাসার্ধ নির্ধারণ করে: উপবৃত্তের ব্যাসার্ধের গাণিতিক গড় (R1), প্রকল্পিত ব্যাসার্ধ (R2), এবং আয়তনিক ব্যাসার্ধ (R3)। এই তিনটি ব্যাসার্ধই প্রায় 6,371 কিলোমিটার।