সঠিক উত্তর হচ্ছে: শীতকালে
ব্যাখ্যা: বৃষ্টিপাত – ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না অর্থাৎ গ্রীষ্মকাল শুষ্ক প্রকৃতি এবং শীতকালে বৃষ্টিপাত হয় অর্থাৎ শীতকাল আর্দ্র প্রকৃতির। এই জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমান ৩৫ থেকে ৭৫ সেমি। মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫% শীতকালেই হয়ে থাকে।