নিচের অপশন গুলা দেখুন
- প্রবন্ধ
- স্মৃতিকথা
- উপন্যাস
- গল্পগ্রন্থ
বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত \'পায়রাবন্দ\' গ্রামে জন্মগ্রহণ করেন।
• তিনি খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক, নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত।
• তাঁকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
• \'পদ্মরাগ\' তাঁর রচিত উপন্যাস।
তাঁর অন্যান্য সাহিত্যকর্মঃ
- সুলতানার স্বপ্ন (উপন্যাস, ইংরেজিতে রচিত)
- অবরোধবাসিনী
- মতিচুর (প্রবন্ধ)।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।