সঠিক উত্তর হচ্ছে: উত্থান
ব্যাখ্যা: আমরা জানি সন্ধির কিছু বাঁধাধরা নিয়ম বা সূত্র আছে। এ ছাড়া এমন কিছু সন্ধি আছে, যারা কোনো নিয়ম মানে না, এবং কতকগুলি সন্ধি এমন আছে, যাদের নিয়ম তো আছে, কিন্তু সেই নিয়ম সাধারণ নিয়মের থেকে আলাদা। এই ধরনের সন্ধিকে বলা হয় বিশেষ নিয়মে সাধিত সন্ধি।\nউৎ + স্থান = উত্থান। এখানে স্ ব্যঞ্জনটি লোপ পেয়েছে।