০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি উত্তর ও দক্ষিন গোলার্ধের মধ্যবর্তী হ্যাডলি বায়ু সংবহন কোশের অন্তর্গত উত্তর-পূর্ব ও দক্ষিন-পূর্ব আয়ন বায়ুর বিপরীতে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ দিয়ে নিরক্ষীয় নিম্নচাপ যুক্ত অঞ্চল থেকে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ যুক্ত অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয়ে থাকে, তাকে প্রত্যয়ন বায়ু বলা হয়