সঠিক উত্তর হচ্ছে: এম. আর. উইলিয়াম
ব্যাখ্যা: যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, সাধারণত তাকেই মূল্যবোধ বলা হয়। তবে এম.আর. উইলিয়াম এর মতে, \"মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয়।\" [তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)]