সঠিক উত্তর হচ্ছে: স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা: স্বর্ণকুমারী দেবী আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন। তাঁর রচিত প্রথম উপন্যাস \'দীপনির্বাণ\'।তাঁর রচিত অন্যান্য উপন্যাস - ছিন্নমুকুল, মেবার রাজ, মালতী, বিদ্রোহ, কাহাকে, বিচিত্রা, স্বপ্নবাণী, মিলনরাত্রি। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]