সঠিক উত্তর হচ্ছে: তৎপুরুষ
ব্যাখ্যা: রথকে দেখা রথদেখা—দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) লোপ পেয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন–দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত, পরলোকে গত = পরলোকগত ইত্যাদি। [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ১ম খণ্ড]