সঠিক উত্তর হচ্ছে: সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: সুধীন্দ্রনাথ দত্ত (৩০ অক্টোবর ১৯০১ - ২৫ জুন ১৯৬০) বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি। বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম। তাকে বাংলা কবিতায় \'ধ্রুপদী রীতির প্রবর্তক\' বলা হয়। সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ছয়টি- তন্বী (১৯৩০), অর্কেষ্ট্রা (১৯৩৫), ক্রন্দসী (১৯৩৭), উত্তরফাল্গুনী (১৯৪০), সংবর্ত (১৯৫৩), দশমী (১৯৫৬)। এছাড়াও তাঁর দুটি প্রবন্ধ গ্রন্থ আছে- স্বগত (১৯৩৮), কুলায় ও কালপুরুষ (১৯৫৭)। তাঁর অনুবাদগ্রন্থ- প্রতিধ্বনি( ১৯৫৪)।