সঠিক উত্তর হচ্ছে: গোলাপ নামের ফুল
ব্যাখ্যা: মধ্যপদলোপী কর্মধারয় সমাস: ব্যাসবাক্যের বিশ্লেষণমূলক মধ্যপদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়। যেমন : পলান্ন = পল মিশ্রিত অন্ন; হাতঘড়ি = হাতে পরার ঘড়ি ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]