সঠিক উত্তর হচ্ছে: দ্বিগু
ব্যাখ্যা: শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকলে এবং সমাহার বুঝালে যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। মূলত সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের সমাসই দ্বিগু সমাস। সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।\nসপ্ত অপের সমাহার = সপ্তাহ\nশত অব্দের সমাহার= শতাব্দী\nঅষ্ট ধাতুর সমাহার = অষ্টধাতু\nতিন ভূজের সমাহার = ত্রিভূজ