সঠিক উত্তর হচ্ছে: ৪৮ টাকা
ব্যাখ্যা: ধরি,
\n36 টাকায় বিক্রি করলে ক্ষতি x টাকা।
\n72 টাকায় বিক্রি করলে লাভ 2x টাকা।
\nশর্তানুসারে,
\n36 + x = 72 - 2x
\nবা, x + 2x = 72 - 36
\nবা, 3x = 36
\nবা, x = 36/3
\nবা, x = 12
\nঅতএব খাতাটির ক্রয় মূল্য = 36 + 12 = 48 টাকা।
\nউত্তর : খাতাটির ক্রয় মূল্য = 48 টাকা।