সঠিক উত্তর হচ্ছে: নেপচুন
ব্যাখ্যা: নেপচুন গ্রহটি কিছুটা নীলাভ বর্ণের। নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ যা রোমান সমুদ্র দেবতা নেপচুনের নামে নামাঙ্কিত হয়েছে। নেপচুন পরিধিতে চতুর্থ এবং ভরে তৃতীয় সর্ববৃহৎ গ্রহ;পৃথিবীর ভরের ১৭ গুণ। গ্রহটি প্রতি ১৬৪.৮ বছরে একবার ৩০৩০ AU (৪.৫ মিলিয়ন কিমি; ২.৮ বিলিয়ন মাইল) দূরত্বে সূর্যকে প্রদক্ষিণ করে। ( তথ্যসূত্রঃবাংলাদেশ ও বিশ্বপরিচয় ,নবম-দশম শ্রেণি)