চিপ হল সিলিকনের তৈরি সলিডস্টেট সেমিকন্ডাক্টর ডিভাইস যার মধ্য একটি IC এর বিভিন্ন ধরণের পার্টস যেমনঃ ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর থাকে। পার্টসগুলোর মধ্য সংযোগ দেওয়া থাকে। চিপের কোন পার্টস পৃথক করা যায় না। কোন পার্টস অকেজো হলে সম্পূর্ণ চিপ বদল করতে হয়।