অতিরিক্ত মোবাইলের দিকে তাকিয়ে থাকার জন্য চোখে মাঝেমধ্যে ঝাপসা দেখি।এর জন্য করনীয় কি?
অন্ধকারেমোবাইল একনাগাড়ে দেখে গেলে চোখের পেশিতে (মিডিয়াল রেক্টার ও সিলিয়েই মাসেল) দিয়ে আমরাদেখি তার উপরে চাপ সৃষ্টি হয়। আলোতে এই পেশিগুলো যতটা সহজে কাছের ছোট হরফে লেখা দেখতে পারে অন্ধকারে ছোট লেখা তারা তত সহজে দেখতে পারে না। এই পেশীগুলোর উপর বাড়তি চাপ পড়ে এবংএর ফলে অকুলার অস্থেনোপিয়া হতে পারে।