সঠিক উত্তর হচ্ছে: বৈরাগ্য
ব্যাখ্যা: আসক্তির বিপরীত শব্দ হলো বৈরাগ্য বা নিরাসক্তি। এমন আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো ছদ্ম-সত্য, চিন্ময়-মৃন্ময়, প্রফুল্ল- ম্লান, নির্বার-দুর্বার, নিত্য-নৈমিত্তিক, পূজক-পূজিত, পাইকার-ফড়িয়া, স্থাবর-জঙ্গম ল, সমষ্টি-ব্যষ্টি, অনুলোম প্রতিলোম। [তথ্যসূত্রঃভাষা শিক্ষা ও সাহিত্য জিজ্ঞাসা -সৌমিত্র শেখর]