সঠিক উত্তর হচ্ছে: ১২০
ব্যাখ্যা: জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non-Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের। সদস্যপদ - ১২০ (সঙ্গে ১৮ জন পরিদর্শক) [তথ্যসূত্রঃ উইকিপিডিয়া]