সঠিক উত্তর হচ্ছে: মন্ট্রিয়াল প্রটোকল
ব্যাখ্যা: ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর ওজনস্তর সংরক্ষণ বিষয়ক মন্ট্রিয়াল প্রটোকল গৃহিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৮৯ সালে। এতে মোট ১৯৭ টি দেশ স্বাক্ষর করেছে এবং স্বাক্ষরকারী প্রত্যেকটি দেশই চুক্তিটি অনুমোদন করেছে। সিমলা চুক্তি পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ নিরসন, কিয়োটো প্রটোকল উষ্ণায়ন রোধ এবং বাসেল কনভেনশন ক্ষতিকর বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি। (সূত্র: জাতিসংঘ এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ওয়েবসাইট)