সঠিক উত্তর হচ্ছে: পূরবী
ব্যাখ্যা: পেরু সরকারের আমন্ত্রণে সে দেশে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পো আতিথ্যে তিন মাস কাটান। তখন ওকাম্পোকে রবীন্দ্রনাথ \'বিজয়া\' উপাধি দেন এবং তার পূরবী কাব্যটি তাকে উৎসর্গ করেন। আকাশ প্রদীপ ও বলাকা কাব্যদ্বয় যথাক্রমে সুধীন্দ্রনাথ দত্ত এবং উইলিয়াম পিয়ারসন কে উৎসর্গ করেন। নৈবেদ্য কাব্যটি কবি তার স্ত্রীর মৃত্যু উপলক্ষ করে রচনা করেন। (সূত্রঃ Hello BCS লেকচার)