আপনার প্রশ্নটি ছিল 'পুর ও স্বরের মধ্যে পার্থক্য কী?'
কিন্তু এখানে 'পুর' না হয়ে 'সুর' হবে।তাই আপনার প্রশ্নটি হবে 'সুর ও স্বরের মধ্যে পার্থক্য কী?'
★প্রশ্নটির উত্তরঃ
১। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। একাধিক কম্পাঙ্ক যুক্ত শব্দকে স্বর বলে।
২। স্বনকের সরল দোলগতির ফলে সুরের সৃষ্টি হয়। স্বনকের জটিল পর্যাবৃত্ত গতির জন্য স্বরের সৃষ্টি হয়।