দি ব্লু হোয়েল চ্যালেঞ্জ ছিলো একটি অনলাইন 'সুইসাইড গেম' যেখানে টিনএজার বা কিশোর কিশোরীদের সামনে পঞ্চাশ দিনের পঞ্চাশটি খেলা দেয়া হতো।
আর এ চ্যালেঞ্জই বিশ্বজুড়ে অনেক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
প্রথম টাস্কটি আসলে অনেকটাই নির্দোষ- 'মধ্যরাতে জেগে উঠুন" বা "একটি ভীতিকর সিনেমা দেখো।'
কিন্তু এরপর থেকে দিন দিন কাজগুলো ক্ষতিকর হয়ে উঠতে থাকে। যেমন ধরুন "আপনার বাহুর ওপর একটি তিমিকে কাটুন"।এই খেলার শেষ চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে খুন করা অর্থাৎ আত্মহত্যা।
এই অনলাইন গেমটি রাশিয়া থেকে শুরু হয়েছিলো বলে অভিযোগ পাওয়া যায়, যেটি পরে ছড়িয়ে পড়ে ইউক্রেন, ভারত ও যুক্তরাষ্ট্রে।