সঠিক উত্তর হচ্ছে: ওয়েলিংটন
ব্যাখ্যা: CPTPP\r\n\r\n      ? নাম :	প্রতিষ্ঠাকালীন নাম- Trans-Pacific Partnership  (৪ ফেব্রুয়ারি, ২০১৬ খ্রিস্টাব্দ)। ০৮  মার্চ  ২০১৮ চিলির সান্টিয়াগোতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য ১১টি দেশ নতুন করে Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership চুক্তিটি স্বাক্ষর করে।\r\n\r\n      ? উদ্যোক্তা : যুক্তরাষ্ট্র। 	\r\n      \r\n       ? কার্যালয় :	ওয়েলিংটন, নিউজিল্যান্ড\r\n      \r\n       ? সদস্য : প্রতিষ্ঠাকালীন- ১২টি। বর্তমান- ১১টি। সদস্যসমূহ- কানাডা, মেক্সিকো, চিলি, পেরু, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।\r\n     \r\n       ? টিপিপির বর্তমান নাম : ‘টিপিপি মাইনাস ওয়ান’।