hypnotoxin বা হিপনোটক্সিনঃ হিপনোটক্সিন একপ্রকার নিউরোটক্সিন( neurotoxin) মানুষের কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে নিউরন এর নিজস্ব প্রোটিন জাতীয় হরমোনের সাথে মেশার প্রবণতা দেখায়। এতে একটি একীভূত অস্থায়ী বা স্থায়ী এনজাইম ক্রিয়ার যৌগ গঠন করে যা নিউরনের কাজকে বাধাগ্রস্থ করে। এতে মস্তিষ্কের নিউরন সিস্টেম সঠিকভাবে কাজ করতে না পেরে অনিয়ন্ত্রিত উলটাপালটা কাজ করে। ফলে কোন জীব বা মানুষ তার নিয়ন্ত্রন হারিয়ে ডিপ্রেশনে চলে যায়।