নিচের অপশন গুলা দেখুন
- পাঞ্জাবি, বাংলা , মারাঠি
- আসামি, তামিল, ওড়িয়া
- বাংলা, মগহি, ভোজপুরিয়া
- হিন্দি, গুজরাটি, মারাঠি
ভাষা পরিবার বলতে বংশগতভাবে সম্পর্কিত একাধিক ভাষাকে বোঝায় ও বলা হয়, যেগুলো একটি সাধারণ আদি ভাষা থেকে উদ্ভূত। বিশ্বে প্রায় ১০০টিরও বেশি ভাষা পরিবার বিদ্যমান। ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ভাষাসমূহ: ইংরেজি, উর্দু, সিন্ধি, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, বাংলা, ওরিয়া, অসমিয়া, ভোজপুরি ইত্যাদি। দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত ভাষাসমূহ : তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষা। প্রশ্নে উল্লিখিত তামিল ভাষাটি দ্রাবিড় পরিবারভুক্ত আর অন্য ভাষাগুলো ইন্দো-ইউরোপীয় পরিবারভুক্ত।