এইডস্ প্রধানত তিন ভাবে ছড়ায় :
• HIV+ve রোগীর রক্ত কোন সুস্থ মানুষের শরীরে প্রবেশ বলে। যেমনঃ এইডস রোগীর রক্তগ্রহণ, এইডস রোগীর ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করা ইত্যাদি।। • HIV +ve রোগীর সাথে যৌন সংগম।
• HIV+ve মায়ের কাছ থেকে অমরার মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে।
এইডস ছোঁয়াচে রোগ নয়। এটি একটি ভাইরাসজনিত রোগ, যা এইচআইভি (HIV) সংক্রমণের সর্বশেষ পর্যায়। এ ভাইরাস মানবদেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় ফলে রোগীর একমাত্র পরিণতি মৃত্যু।