সঠিক উত্তর হচ্ছে: ত-বর্গ
ব্যাখ্যা: ত, থ, দ, ধ, ন এই ৫ টি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগ উপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে। এদের বলা হয় দন্ত্য ধ্বনি। উল্লেখ্য, বাংলায় \'ণ\' এবং \'ন\' বর্ণের দ্যোতিত ধ্বনি দুটির উচ্চারণে কোন পার্থক্য নাই। কেবল ট বর্গীয় ধ্বনিত আগে যুক্ত হলে \'ণ\' এর মূর্ধন্য উচ্চারন পাওয়া যায়। যেমনঃ ঘণ্টা, লণ্ঠন ইত্যাদি\nতথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ, ৯ম-১০ শ্রেণী