ভি ভাইরাস মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা (অনাক্রম্যতা) নষ্ট করে দেয়, ফলে নানা সংক্রামক রোগ ও কয়েক রকম ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগী মৃত্যু মুখে ঢলে পড়ে। এইচআইভি ভাইরাস শরীরে ঢোকার পর অনাক্রম্যতা কমতে কমতে এইডস ঘটাবার মত অবস্থায় পৌছতে অনেক বছর লাগে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।
AIDS এর এর জন্য দায়ী ভাইরাস HIV ভাইরাস ( Human Immunodeficiency Virus), যা মানবদেহের শ্বেতকণিকার ম্যাক্রোফায় এবং T-cell লিম্ফোসাইটকে আক্রমণ ও ধ্বংস করে। এর ফলে দেহের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি (immunity) একেবারেই নষ্ট হয়ে যায়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।