সঠিক উত্তর হচ্ছে: ৮টি
ব্যাখ্যা: জাতিসংঘ চিহ্নিত সুশাসনের মাপকাঠি ৮ টি। এগুলো হল-দায়বদ্ধতা,কার্যকরী ও দক্ষ প্রশাসন,স্বচ্চতা ন্যায় বিচার প্রবণতা,জবাব্দিহিতা,আইনের শাসনের অনুসারী,অংশগ্রহণমূলক এবং মতামতের উপর নির্ভরশীলতা। [তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র: একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রফেসর মো: মোজাম্মেল হক)]