সঠিক উত্তর হচ্ছে: এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার মিশ্র গঠন
ব্যাখ্যা: একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: \nক.তাগিদ দেয়া অর্থে : ঘটনাটা শুনে রাখো। \nখ.নিরন্তরতা অর্থে : তিনি বলতে লাগলেন।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।