সঠিক উত্তর হচ্ছে: হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
ব্যাখ্যা: হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে আবিষ্কৃত চযাপদ, সরহপাদ ও কাহ্নপাদের দোহা এবং ডাকার্ণব চারটি পুঁথি একত্রে ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে \'হাজার বছরের পুরান বাঙ্গালায় বৌদ্ধগান ও দোহা\' (৪৭টি পদ বিশিষ্ট) নামে প্রকাশ করেন। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।