বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে ও অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে থাকে। এ ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে জমা কর অর্থের জন্য কম হারে সঞ্চয়ি সুূূদ প্রদান করে এবং অধিকতর হারে বিনিয়োগের সুদ ধার্য করে উদ্ধৃত্ত মুনাফা হিসেবে লাভ করে। মি. রজার মতে যে মুনাফা অর্জনের লক্ষে অর্থ ও অর্থের মূল্য নিরুপণযোগ্য পণ্য ও দ্রব্যের লেনদেন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।