উত্তরঃ ১৯৫৩ সালে।
“ডাক্তার জ্যান ভ্যান রিবেক” তিনিই দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের জনক। দক্ষিণ আফ্রিকার প্রধান সমস্যা ছিল বর্ণবাদ সমস্যা, যা একবিংশ শতকের প্রথম পর্যন্ত টিকে ছিল। মানুষের গায়ের রঙের সাথে তুলনা করে মানুষকে দু'ভাগে ভাগ করেছেন। যথাঃ নিগ্রো বা কালো এবং শ্বেতাঙ্গ বা সাদা।