সঠিক উত্তর হচ্ছে: বিদেশি তদ্ধিত
ব্যাখ্যা: ছাপাখানা\' শব্দের \'খানা\' বিদেশি তদ্ধিত প্রত্যয়। এটি ফারসি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। ক)বাংলা তদ্ধিত প্রত্যয় খ)বিদেশি তদ্ধিত প্রত্যয় গ) তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় । [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ১ম খণ্ড]