সঠিক উত্তর হচ্ছে: শশাঙ্ক
ব্যাখ্যা: বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমকে কেন্দ্র করে প্রাচীন গৌড় রাজ্যের অভ্যুদয় ঘটে। সপ্তম শতকের শুরুতে ৬০৬ খ্রিস্টাব্দে \'\'শশাঙ্ক\'\' যখন গৌড়ের রাজা হন তিনি আসমুদ্র বিস্তৃত গৌড় রাজ্যের বিস্তার ঘটান। তিনি নিজেকে গৌড়েশ্বর পরিচয় দিলেন। তিনি তার রাজ্য সীমানা পশ্চিমে বারানসী, পূর্বে কামরন্প রাজ্য পর্যন্ত বিস্তৃত করেন। এর পর গৌড় একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়। শশাঙ্ক একজন সুশাসক ছিলেন। তিনি কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নের উদ্যোগ নেন। তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে। তিনি ৬৩৭ সালে মৃতুবরণ করেন। তাঁর মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে গৌড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। গোটা বাংলায় নেমে আসে অন্ধকারের যুগ। প্রায় একশ বছর বাংলার ইতিহাসে যে অরাজকতা, নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হয় তাকে ‘মাৎস্যন্যায়’ বলা হয়ে থাকে।
একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই (উন্মুক্ত)।