সঠিক উত্তর হচ্ছে: চালাকি
ব্যাখ্যা: ’চালাক’ এর বিশেষ্য পদ চালাকী।\n কোন কিছুর নাম কে বিশেষ্য বলে। যে পদ কোন ব্যক্তি, বস্ত্ত, প্রাণী, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম, গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]