রংধনু কীসের প্রতীক?
পাশ্চাত্য সংস্কৃতিতে রংধনুর দিকে তাকিয়ে থাকাকে সৌভাগ্য হিসেবে বিবেচনা করা হয় এবং একে নতুন আশার প্রতীক ধরা হয়। সাইবেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এক উপজাতি গোষ্ঠী রংধনুকে সূর্যের জিহ্বা মনে করে। আর যদি এই রংধনু সমুদ্রের ওপরে দেখা যায়, তাহলে দক্ষিন আমেরিকার আরাওয়াক ইন্ডিয়ানস একে সৌভাগ্যের চিহ্ন হিসেবে বিবেচনা করে থাকে।