সঠিক উত্তর হচ্ছে: যান্ত্রিক শক্তি
ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\n? শব্দ শক্তি রূপান্তর : টেলিফোন ও রেডিওর প্রেরকযন্ত্র এবং মাইক্রোফোনে শব্দশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয়। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে তড়িৎ শক্তি প্রবাহিত হয়। এখানে উল্লেখ্য, টেলিফোন ও রেডিওর গ্রাহক যন্ত্রে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। \r\n\r\n? তাপ শক্সি রূপান্তর : রেলগাড়ির স্টীম ইঞ্জিনে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বালের ফিলামেন্টে তাপ শক্তি আলােক শক্তিতে রূপান্তরিত হয়। \r\n\r\n? রাসায়নিক শক্তির রূপান্তর : কাঠ, কয়লা, পেট্রোল, কেরােসিন, গ্যাস ইত্যাদি পােড়ালে রাসায়নিক শক্তি তাপ ও আলােক শক্তিতে রূপান্তরিত করা হয়।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆