সঠিক উত্তর হচ্ছে: বাগধারার শব্দ পরিবর্তন জনিত
ব্যাখ্যা: বাগধারা ভাষাবিশেষের ঐতিহ্য৷ এর যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন- উপরের বাক্যে \'অন্ধের যষ্টি\' (অর্থ- অপরিহার্য অবলম্বন) এর পরিবর্তে \'অন্ধের ষষ্ঠি\' ব্যবহার করাতে বাগধারাটি তার যোগ্যতা হারিয়েছে।
তাই বলা যায় বাক্যটিতে বাগধারার শব্দ পরিবর্তন জনিত অপপ্রয়োগ ঘটেছে৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।