ব্যাখ্যা: বাংলাদেশে দুই ধরনের পাট চাষ হয়। তোষা পাট ও সাদা (মেসতা) পাট। কয়েকটি উল্লেখযোগ্য পাটের জাতঃ ডি-১৫৪-২, সিভিএল-১, সিভিই-৩, বিজেআরআই দেশী পাট-৫, বিজেআরআই দেশী পাট-৬ ইত্যাদি। উৎসঃ পাটকল কর্পোরেশনের ওয়েবসাইট।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।