মেটাফর এ কোন ব্যাক্তি, বস্তু বা কোন কিছুকে এমন অন্য একটি জিনিসের সাথে তুলনা করা হয় যার সাথে কোন মিলই নেই। অর্থাৎ মেটাফোরে সাধারণত দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তর মধ্যে কাল্পনিকভাবে একটি সাধারন গুণের উল্লেখ করা হয়। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেয়া হয়।