যেমন- ইংলিশ বা ইংরেজী, ফ্রেঞ্চ বা ফরাসি, স্প্যানিশ, অ্যারাবিক বা আরবি, রুশচিক বা রাশিয়ান, চাইনিজ বা চীনা বা ম্যান্ডারিন। এসব ভাষাতে মানুষ সবথেকে বেশি কথা বলে থাকে (শুধুমাতৃভাষা নয়, প্রথম ও দ্বিতীয় ভাষা সম্মিলিত হিসাব)। ইংলিশ বা ইংরেজী- প্রায় ৩৬.৯ কোটি মানুষের প্রথম ও ৮৯.৮ কোটি মানুষের দ্বিতীয় ভাষা ইংলিশ বা ইংরেজী।