নিচের অপশন গুলা দেখুন
- ফিটকিরি
- ক্যালসিয়াম কার্বোনেট
- সোডিয়াম ক্লোরাইড
- গ্লিসারিন
ক্যালসিয়াম কার্বোনেট পানিতে দ্রবীভূত হয় না। অস্থিত দুর্বল অম্লীয় কার্বনিক এসিডের লবণকেই বলা হয় কার্বনেট। এতে কার্বনেট আয়ন বিদ্যমান। কার্বন-ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে একটি অস্থিত যৌগ গঠন করে, যা কার্বনিক এসিড নামে পরিচিত। এটি অতি দুর্বল এসিড। এই এসিডের উভয় হাইড্রোজেনকে ধাতু পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করলে যে লবণ উৎপন্ন হয় তাদেরকে কার্বোনেট বলে। জলজ শামুক ও ঝিনুকের খোলস কার্বোনেট দিয়ে তৈরি