সঠিক উত্তর হচ্ছে: পর + পর
ব্যাখ্যা: \'পরস্পর\'- এর সন্ধি বিচ্ছেদ হবে - পর + পর।\n\nযে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ+অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম-\n\nনিপাতনে সিদ্ধ সন্ধি:\n\nআ+চর্য = আশ্চর্য,\n\nগো+পদ = গোষ্পদ,\n\nবন+পতি = বনস্পতি,\n\nবৃহৎ+পতি = বৃহস্পতি,\n\nতৎ+কর = তস্কর,\n\nপর+পর = পরস্পর।